দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে রাজকুমার গ্রহ বলে মনে করা হয় বুধ গ্রহকে। আর এই নব-গ্রহর স্থান পরিবর্তন মানুষের ভাগ্যের উপর বিশেষ প্রভাব ফেলে। আর গ্রহ হিসাবে ভারতীয় জ্যোতিষে বুধের বিশেষ মূল্য আছে। জ্যোতিষশাস্ত্রে রাজকুমার গ্রহ বলে মনে করা হয় বুধ গ্রহকে। বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই শুভ গ্রহ যখন নক্ষত্র কিংবা স্থান বদল করে তখন কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হয়। আবার ভাগ্যের দ্বার খোলে অনেকের। এপ্রিল মাসের ২ তারিখ বুধ গ্রহ উদিত হতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। কাদের বিশেষ উপকার হবে?জেনে নিন বিস্তারিত!
১) বৃষ রাশিঃ বৃষ রাশির জাতক-জাতিকাদের ওপর বুধের উত্থানের প্রভাব অত্যন্ত শুভ হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। সকল ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। যদি পুরোনো ব্যবসায় বিনিয়োগ করেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। সোনা ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন।
২) তুলা রাশিঃ তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। যারা ব্যবসা করছেন, তাদেরও শুভ সময়। চাকরিতে পদোন্নতি হবে। নয়া ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন। বেকাররা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। আপনি কোনও কাজেই পিছিয়ে যাবেন না। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার।
৩) ধনু রাশিঃ ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহের শুভ প্রভাব পড়ায় তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় শ্বশুরবাড়িতে আপনি ভালোভাবেই থাকতে পারবেন। তাছাড়া আপনার সঙ্গে সকলের ভালো সম্পর্ক বজায় থাকবে। মানসিকভাবে আপনি শান্ত থাকতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। নতুন যানবাহন বা বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।