আহমেদাবাদ, ৩ মার্চ : বিশ্ব বন্যপ্রাণী দিবসে গুজরাটের গির জাতীয় উদ্যানে সিংহ সাফারিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি সাসান গিরে পৌঁছে একটি খোলা জিপে চড়ে সাফারিতে যান এবং হাতে ক্যামেরা নিয়ে একের পর এক সিংহের ছবি তোলেন। ভোরের আলো তখনও ভালো ভাবে ফোটেনি, এরইমধ্যে গীর জাতীয় উদ্যানে পৌঁছে যান প্রধানমন্ত্রী মোদী। সামনে বসে থাকা সিংহের একের পর এক অনবদ্য ছবি তোলেন প্রধানমন্ত্রী।