Entertainment

4 days ago

Anant Radhika Wedding: ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে শিন্ডের বাড়িতে আম্বানি

Anant Radhika Wedding
Anant Radhika Wedding

 

মুম্বই, ২৬ জুন: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই চার হাত এক হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের। ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। আর তাই এবার ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে পৌঁছে গেলেন মুকেশ আম্বানি।

জানা গেছে, মুকেশ আম্বানির সঙ্গে ছিলেন অনন্ত ও রাধিকাও। মঙ্গলবার রাতে বিয়ের কার্ড ও ফুলের তোড়া নিয়ে শিন্ডের সঙ্গে দেখা করেন তাঁরা। প্রসঙ্গত, উত্তর প্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরে বাবা বিশ্বনাথের চরণে ছেলের বিয়ের কার্ড ছোঁয়ানোর পরই নিমন্ত্রণ শুরু করেছেন আম্বানিরা।

You might also like!