kolkata

6 days ago

Governor Dr. CV Anand Bose:যোগাভ্যাস করলেন রাজ্যপাল বোস, বললেন যোগ ভারতের শান্তির বার্তা প্রদান করে

Governor Bose practices yoga,
Governor Bose practices yoga,

 

কলকাতা, ২১ জুন  : আন্তর্জাতিক যোগ দিবসে যোগ অনুশীলন করলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজভবনে যোগ চর্চা করেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রাজভবনে অন্যান্যদের সঙ্গে নানা ধরনের যোগ অনুশীলন করেন রাজ্যপাল বোস।

যোগ অনুশীলনের পর রাজ্যপাল বোস বলেছেন, "সমগ্র বিশ্ব যোগের মাধ্যমে ভারতকে দেখতে শুরু করেছে। যোগব্যায়াম যুদ্ধের পরিবর্তে শান্তি সূচনা করার জন্য ভারতের অনুসন্ধানকে প্রতিনিধিত্ব করে। আমরা ''বিশ্বগুরু'' এবং যোগের মাধ্যমে আমরা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছি।"


You might also like!