Country

1 week ago

Petrol-diesel price :পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেঙ্গালুরুতে বিক্ষোভ বিজেপির, সাইকেল চালিয়ে প্রতিবাদ বিজয়েন্দ্রর

Petrol-diesel price
Petrol-diesel price

 

বেঙ্গালুরু, ২০ জুন : পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর নেতৃত্বে সাইকেল চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতা-কর্মীরা। কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

বি ওয়াই বিজয়েন্দ্র এদিন বলেছেন, গত কয়েকদিন ধরে রাজ্য সরকারের পেট্রোল এবং ডিজেলের উপর কর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে বিজেপি। আমরা রাজ্য জুড়ে প্রতিবাদ করছে, কিন্তু এখনও সরকার নিজস্ব সিদ্ধান্ত পরিবর্তন করেনি। বিজেপি দাবি করছে, মুখ্যমন্ত্রীকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে...কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছে, তা চালিয়ে যাচ্ছে। বিজেপি শান্ত হবে না, আমরা রাজ্য জুড়ে ''রাস্তা রোকো'' সংগঠিত করেছি...আমরা বেঙ্গালুরুতে সাইকেল যাত্রা বের করেছি।"


You might also like!