দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিয়েতনামের উদ্দেশে উত্তর কোরিয়া ছেড়েছেন। সেখানে তিনি দুই দিন থাকবেন। পুতিনকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন।
এদিকে পুতিনের সফর উপলক্ষে ভিয়েতনামের ‘নিহান দ্যান’ নামের একটি সংবাদপত্রে তাঁর লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ইউক্রেন সংকটে ভিয়েতনাম ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রবন্ধে পুতিন লেখেন, ‘ইউক্রেন সংকটে ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করার আমরা আমাদের ভিয়েতনামের বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। এ সংকট শান্তিপূর্ণভাবে সমাধানে বাস্তবসম্মত উপায় বের করার বিষয়ে তাঁরা আগ্রহ প্রকাশ করায় তাঁদের ধন্যবাদ। আমাদের দুই দেশের বিদ্যমান সম্পর্কের ভিত্তিতেই এসব কিছু হচ্ছে।’
ভিয়েতনামে এটা পুতিনের পঞ্চম সফর। সফরে তাঁর সঙ্গে উচ্চপর্যায়ের একটি রুশ প্রতিনিধিদল রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।
বৈঠকে তারা উভয় দেশের আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলবে। বিশেষ করে শান্তি, সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার প্রথম প্রহরে একটি উড়োজাহাজে করে দুই দিনের সফরে উত্তর কোরিয়ার যান পুতিন। তাঁকে বহনকারী উড়োজাহাজের পাহারায় অন্তত একটি যুদ্ধবিমান ছিল। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান উত্তর কোরীয় নেতা কিম জং–উন। ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করলেন পুতিন। পুতিনকে গার্ড অব অনারসহ জমকালো লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
উত্তর কোরিয়া সফরে পুতিন কৌশলগত প্রতিরক্ষাসহ কিছু চুক্তিতে স্বাক্ষর করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে তিনি একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন।