Country

2 days ago

Water logged several places of delhi :প্রবল বৃষ্টিতে গরম থেকে নিস্তার পেল দিল্লি, রাস্তায় জল জমে বাড়ল ভোগান্তিও

Water logged several places of delhi
Water logged several places of delhi

 

নয়াদিল্লি, ২৮ জুন : দীর্ঘ অস্বস্তিকর গরমের পর বৃষ্টি স্বস্তি ফেরালো রাজধানী দিল্লিতে। বৃষ্টিতে স্বস্তি ফিরলো ঠিকই, তবে রাস্তায় জল জমে যাওয়ায় ভোগান্তির শিকারও হতে হয়েছে দিল্লিবাসীকে। শ্লথ গতিতে চলাচল করেছে যানবাহন। আগের দিন বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। বৃহস্পতিবার সারারাত বৃষ্টির পর শুক্রবার সকালেও বৃষ্টি থামেনি দিল্লি-এনসিআর অঞ্চলে। রাতভর বৃষ্টির জেরে দিল্লির নানা স্থানে রাস্তায় জল জমে গিয়েছে। কোথায় হাঁটু, আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে গিয়েছে।

তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় জল জমে বিপর্যস্ত জনজীবন। মিন্টো রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় এক কোমর জল। মিন্টো রোডের উপর গাড়ি ভেসে যেতেও দেখা গিয়েছে। দিল্লির মধু বিহার এলাকা জলের তলায়, ভিকাজি কামা প্লেস মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় জলমগ্ন। দিল্লির কনৌট প্লেস, মেহরাউলি বদরপুর রোডও জলের তলায়।


You might also like!