Country

1 week ago

Jaipur: জয়পুরে আবাসিক এলাকায় গুদামে ভয়াবহ আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

A fire broke out in a warehouse in Rajasthan's Jaipur
A fire broke out in a warehouse in Rajasthan's Jaipur

 

জয়পুর, ১৯ জুন : রাজস্থানের জয়পুরে আগুন লাগল একটি গুদামে। বুধবার দুপুরে জয়পুরের রঘু বিহারের একটি আবাসিক এলাকায় অবস্থিত গুদামে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন ভয়াবহ রূপ নিলেও, বেশ কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে দমকল।

মানসরোবরের এএসপি সঞ্জয় শর্মা বলেছেন, "গত ২ ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চলছে। এখানে প্লাস্টিকের টেপের কাজ চলত তাই ভিতরে রাসায়নিক আছে, তাই আগুন নেভাতে কিছুটা অসুবিধা হয়েছে, একটি আবাসিক এলাকায় দাহ্য বস্তুর গুদাম রাখা বেআইনি এটি অন্যদের জীবনকে বিপদে ফেলে দেয়।"


You might also like!