Game

1 week ago

Kane Williamson:টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা, কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন উইলিয়ামসন

Kane Williamson
Kane Williamson

 

নিউইয়র্ক, ১৯ জুন : ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবারই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিল নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিউজিল্যান্ডের এমন দুরবস্থার পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।

চলতি বিশ্বকাপে ব্যাট হাতেও দারুন ভাবে ব্যর্থ ছিলেন কিউই অধিনায়ক। চার ম্যাচে করেছেন মাত্র ২৮ রান।এই ব্যাপারটাও তাকে আঘাত দিয়েছে । কারন বিশ্বমঞ্চে তার মতো ক্রিকেটারের এই পারফরমেন্স বড়ই বেমানান। তাই এই সিদ্ধান্ত নিলেন। অধিনায়ক না থাকলেও তিনি খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেই জানিয়েছেন উইলিয়ামসন।


You might also like!