Country

1 week ago

Delhi:ট্যাঙ্কার দেখলেই হুড়োহুড়ি, জলের জন্য এখনও দিশাহারা দিল্লিবাসী

Rushing at the sight of tankers, Delhiites are still desperate for water
Rushing at the sight of tankers, Delhiites are still desperate for water

 

নয়াদিল্লি, ১৮ জুন : দিল্লিতে প্রবল গরমের সঙ্গে দোসর হয়েছে তীব্র জলসঙ্কট। নাকাল অবস্থা রাজধানীর সাধারণ মানুষের। জলের জন্য প্রায়দিনই কার্যত লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। মঙ্গলবার সকালে একইরকম ছবি ধরা পড়ল দিল্লির গীতা কলোনিতে। জল সরবরাহের জন্যে ট্যাঙ্কারের দেখা মিলতেই ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। কেউ ড্রাম, কেউ বালতিতে জল ভরতে থাকেন।

মঙ্গলবার সকালে দিল্লির গীতা কলোনি এলাকায় জলের ট্যাঙ্কার পৌঁছতেই বড় বড় ড্রাম, বালতি নিয়ে জল সংগ্রহ করে রাখতে ভিড় করেন এলাকাবাসী। জল ভরার তাগিদে জলসঙ্কটের সম্মুখীন হওয়া লোকেরা ট্যাঙ্কারের উপর চড়ে পাইপ নিয়ে টানাটানি শুরু করে দেন। দিল্লির ওখলা এলাকাতেও ট্যাঙ্কারের সাহায্যে জনসাধারণকে জল সরবরাহ করা হয়। দিল্লির বসন্ত বিহারের কুসুমপুর পাহাড়ি এলাকাতেও একই ছবি ধরা পড়েছে।


You might also like!