kolkata

1 week ago

Salt Lake:সল্টলেকে মুদির দোকানে অগ্নিকাণ্ড, হতাহতের ঘটনা ঘটেনি

Salt Lake grocery store fire, no casualties
Salt Lake grocery store fire, no casualties

 

কলকাতা, ১৯ জুন  : সাত সকালেই অগ্নিকাণ্ড সল্টলেকে। বুধবার সকালে সল্টলেকের নয়াপট্টিতে একটি মুদির দোকানে আচমকাই আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী থেকে আগুন লাগল ওই মুদির দোকানে তার কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে নয়াপট্টিতে একটি মুদির দোকানে আচমকাই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।


You might also like!