Game

1 week ago

Super Eight: সুপার এইট : উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেল সল্ট ঝড়ে

Super Eight: Flying West Indies blown out by Salt Storm
Super Eight: Flying West Indies blown out by Salt Storm

 

সেন্ট লুসিয়া, ২০ জুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটের প্রথম ম্যাচে উড়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড–এর কাছে। বলা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেল সল্ট–এর কাছে। সুপার এইটের প্রথম ম্যাচে তাদেরকেই ফেবারিট ধরা হচ্ছিল। প্রথমে ব্যাট করে মোটামুটি ভালো স্কোরই সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ফিল সল্ট ও জনি বেয়ারস্টোর ঝড়ের সামনে ক্যারিবীয়রা হারিয়ে গেল।

বৃহস্পতিবার সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। সল্ট ৪৭ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। আর বেয়ারস্টো ২৬ বলে করেন ৪৮ রান।

টসে জিতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে জনসন চার্লস (৩৮), পুরান (৩৬) ও পাওয়েলের(৩৬) তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংস ও রাদারফোর্ড (২৮) ও কিংয়ের (২৩) রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৮০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন রোস্টন চেজ। বাকি উইকেটটি নেন আন্দ্রে রাসেল।

You might also like!