Country

2 days ago

Congress:দিল্লি বিমানবন্দরে ভাঙল ছাদ, কটাক্ষ কংগ্রেসের

Roof broke at Delhi airport, sarcasm of Congress
Roof broke at Delhi airport, sarcasm of Congress

 

নয়াদিল্লি, ২৮ জুন : বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে ঘটে গেল অঘটন! দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ভেঙে পড়ল ছাদ। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও আহত হয়েছেন ৫ জন। দমকল জানিয়েছে, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদ ভেঙে পড়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনায় কেন্দ্রকে নিশানা করলো কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন সুর চড়িয়ে বলেন, গত ১০ বছরে এই সরকারের আমলে যেসব নির্মাণ হয়েছে, তা তাসের ঘরের মত ভেঙে পড়তে শুরু করেছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন একাধিক পরিসংখ্যানের উল্লেখ করে ট্যুইট করেন কংগ্রেস নেতা।


You might also like!