ঢাকা, ২১ জুন: বাংলাদেশের রাজধানী ঢাকায় উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস। যোগ চর্চায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের উদ্যোগে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে কয়েক হাজার যোগপ্রেমী অংশ নেন।
যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে ঢাকার ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ডঃ বিনয় জর্জ বলেন, যোগব্যায়াম ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য একযোগে একটি শক্তি হিসেবে কাজ করতে পারে। তিনি সুস্থ থাকার জন্য সবাইকে যোগ ব্যায়াম করার জন্য আহ্বান জানান। ২১ জুন দিনটি বিশ্ব জুড়ে ১০-তম আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে এ বিশেষ দিনটি উদযাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।