Country

1 week ago

Rahul Gandhi:নিট ও ইউজিসি-নেট ইস্যুতে কেন্দ্রকে তোপ রাহুলের, প্রধানমন্ত্রীকে উপর্যুপরি আক্রমণ

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২০ জুন: নিট ও ইউজিসি-নেট ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও উপর্যুপরি আক্রমণও করেছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, "শিক্ষাব্যবস্থা দখল করে নিয়েছে একটি সংগঠন। তাঁরা প্রত্যেক পদে নিজেদের লোক বসিয়েছে। এটা পাল্টাতে হবে। দ্বিতীয়ত, ইস্তেহারে আমরা পরিষ্কার বলেছিলাম, পেপার ফাঁসের পর ব্যবস্থা নেওয়া এক কথা। কিন্তু আমরা এটাও বলেছি যে, পেপার ফাঁসের আগে যে ব্যবস্থা ছিল, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ম, সেগুলো আবার মূল্যায়ন করতে হবে, অধ্যয়ন করতে হবে। আমরা নিজেদের ইস্তেহারে এই দু'টি বিষয় স্পষ্টভাবে লিখেছি এবং বিরোধীরা সরকারের ওপর চাপ সৃষ্টি করে এই দু'টি কাজ করার চেষ্টা করবে।"

প্রধানমন্ত্রী মোদী আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, "এই মুহূর্তে প্রধানমন্ত্রীর প্রধান এজেন্ডা হল (স্পিকার নির্বাচন)। তিনি নিজস্ব সরকার এবং স্পিকার নিয়ে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছেন এবং তিনি এভাবে সরকার চালাতে সংগ্রাম করবেন। সরকার চালানোর বিষয়ে মিস্টার মোদীর ধারণা মানুষের মধ্যে ভয় তৈরি করা। কিন্তু এখন মানুষ তাঁকে ভয় পায় না। এই নির্বাচনে মোদীর মূল ধারণাই ধ্বংস হয়ে গেছে। যদি বাজপেয়ীজি বা মনমোহন সিং জি হতেন, তাঁরা হয়তো টিকে থাকতে পারতেন কারণ তাদের মধ্যে নম্রতা, শ্রদ্ধা এবং সমঝোতা ছিল। কিন্তু নরেন্দ্র মোদী এসবে বিশ্বাস করেন না।"

রাহুল গান্ধী আরও বলেছেন, "এটি একটি জাতীয় সংকট, এটি একটি অর্থনৈতিক সংকট, এটি একটি শিক্ষাগত সংকট, এটি একটি প্রাতিষ্ঠানিক সংকট। কিন্তু আমি কোনও প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না...বিহারের ব্যাপারে, আমরা বলেছি যে তদন্ত হওয়া উচিত এবং যারা পেপার ফাঁস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।"


You might also like!