Country

1 week ago

Bomb threat on IndiGo flight :চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমানে বোমার হুমকি, নিরাপদেই অবতরণ

Bomb threat on IndiGo flight
Bomb threat on IndiGo flight

 

মুম্বই, ১৯ জুন : দেশে সাম্প্রতিক সময়ে বোমা-হুমকির ঘটনা বেড়েই চলেছে। এবার চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমানে এল বোমার হুমকি। যদিও মঙ্গলবার রাত ১০.৩০ মিনিট নাগাদ মুম্বইয়ে নিরাপদেই অবতরণ করে বিমানটি। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিগো বিমান ৬ই৫১৪৯, চেন্নাই থেকে মুম্বইগামী বিমান বোমার হুমকি পায়।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতেই নিরাপদে যাত্রীদের বের করে আনা হয়। শুরু হয়ে যায় সেখানে তল্লাশি। ইন্ডিগোর ওই বিমান ঘিরে ছিল বোমা হামলার হুমকি। শুধু এই বিমানই নয়, মুম্বই বিমানবন্দর সহ গত দুই দিনে মুম্বইয়ের ৬০টি হাসপাতালেও একই হুমকি ছিল।


You might also like!