Country

1 week ago

Hema Malini:ভগবান শ্রীকৃষ্ণ যোগের বাণী সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছেন : হেমা মালিনী

Hema Malini
Hema Malini

 

মথুরা, ২১ জুন : দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগাভ্যাস করলেন বিজেপি সাংসদ ও প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী। শুক্রবার সকালে উত্তর প্রদেশের মথুরায় নিজ সংসদীয় কেন্দ্রে যোগ অনুশীলন করেছেন হেমা মালিনী। বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগের অনুশীলন করেন হেমা মালিনী।

যোগ অনুশীলন শেষে যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরে হেমা মালিনী বলেছেন, "ভগবান কৃষ্ণ সমগ্র বিশ্বে যোগের বার্তা ছড়িয়ে দিয়েছেন। প্রত্যেকেরই প্রতিদিন যোগ অনুশীলন করা উচিত।"


You might also like!