Country

4 days ago

Delhi Water Minister slams Haryana government:তৃতীয় দিনে পড়ল অতিশীর অনশন, হরিয়ানা সরকারকে তোপ দিল্লির জলমন্ত্রীর

Delhi Water Minister slams Haryana government
Delhi Water Minister slams Haryana government

 

নয়াদিল্লি, ২৩ জুন : রবিবার তৃতীয় দিনে পড়ল দিল্লির জলমন্ত্রী অতিশীর অনির্দিষ্টকালের জন্য অনশন। রবিবার সকালে অনশন মঞ্চ থেকে হরিয়ানা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। অতিশী বলেছেন, "আমি অনশন করছি, দিল্লিতে জলের বিশাল সঙ্কট রয়েছে। দিল্লির নিজস্ব জল নেই। দিল্লির সব জলই আসে প্রতিবেশী রাজ্য থেকে। দিল্লিতে মোট জল ১০০৫ এমজিডি। যার মধ্যে ৬১৩ এমজিডি (প্রতিদিন মিলিয়ন গ্যালন) হরিয়ানা থেকে আসে, কিন্তু গত ৩ সপ্তাহে, হরিয়ানা তা কমিয়ে দিয়েছে।"

অতিশী আরও বলেছেন, "তারা (হরিয়ানা) দিল্লিকে জল দিচ্ছে না... হরিয়ানা সরকার বলছে তাঁদের কাছে জল নেই, কিন্তু গতকাল কিছু মানুষ হাথনি কুন্ড ব্যারেজে গিয়ে দেখিয়েছে যে হাথনি কুন্ড ব্যারেজে জল আছে, কিন্তু যে গেট থেকে দিল্লির জন্য জল ছাড়া হয় তা বন্ধ করা হয়েছে এবং সেখান থেকে জল ছাড়া হচ্ছে না।"


You might also like!