Game

5 days ago

Ukraine against Slovakia: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: ঘুরে দাঁড়িয়ে ইউক্রেন জিতল স্লোভাকিয়ার বিরুদ্ধে

European Championship: Ukraine bounces back against Slovakia
European Championship: Ukraine bounces back against Slovakia

 

ডুসেলডর্ফ, ২২ জুন: শেষ ষোলোয় ওঠার স্বপ্ন দেখা স্লোভাকিয়া শুরুতে এগিয়ে গিয়েও পারল না। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ইউক্রেন। দ্বিতীয়ার্ধে পেল দুটি গোল। স্লোভাকিয়াকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল তারা।

ডুসেলডর্ফে শুক্রবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউক্রেন।

প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমক দেখায় স্লোভাকিয়া। ইউক্রেনের বিপক্ষে জিতলে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যেত তাদের।কিন্তু তা হল না।

স্লোভাকিয়ার হয়ে গোল করেন শারাঞ্জ। আর ইউক্রেনের হয়ে গোল দুটি করেন শাপারেঙ্কো ও ইয়ারেমচুক।

ইউক্রেইনের এই জয়ে গ্রুপের লড়াইটা দারুণ জমে গেল। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোমানিয়া। তাদের সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ইউক্রেন ও স্লোভাকিয়া, এই দুই দল খেলেছে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচে হারা বেলজিয়াম আছে তলানিতে।

You might also like!