kolkata

5 days ago

Daighat Setu: প্রয়োজন মেরামতির, স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকছে দইঘাট সেতু

Daighat Bridge is closed for necessary repairs and health checks
Daighat Bridge is closed for necessary repairs and health checks

 

কলকাতা, ২২ জুন: স্বাস্থ্য পরীক্ষার কাজের জন্য কলকাতার দইঘাট সেতু রবিবার (২৩ জুন) রাত এগারোটা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই আট ঘন্টা পণ্যবাহী গাড়িগুলিকে বিকল্প রাস্তা হিসেবে সার্কুলার গার্ডেনরিচ রোড ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়াও ছোট গাড়িগুলি ঘুড়িয়ে দেওয়া হবে ওয়াটগঞ্জ স্ট্রিট এবং ক্লাইভ রোড দিয়ে। উল্লেখ্য, দইঘাট সেতুটির বেশ কিছু অংশে মেরামতির প্রয়োজন। দীর্ঘদিন সেটির স্বাস্থ্য পরীক্ষাও হয়নি। আর তাই স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হচ্ছে দইঘাট সেতু। গর্ডেনরিচের দইঘাট সেতু বেশ প্রবীণ। তাই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You might also like!