kolkata

3 days ago

MAJHERHAT: মাঝেরহাট পোর্ট জমি দখল মুক্ত অভিযানে পুলিশ, ক্ষোভ স্থানীয়দের

Magherhat port land encroachment free operation police, local anger
Magherhat port land encroachment free operation police, local anger

 

কলকাতা, ২৭ জুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে জুড়ে চলছে উচ্ছেদ অভিযান। বাদ গেল না মাজেরহাট স্টেশন লাগোয়া পোর্ট এলাকা। এবার পোর্ট সংলগ্ন জমি বেদখল করা শুরু করল কলকাতা পুলিশ। গত কয়েকদিন আগে বেদখলের সময় সাধারণ মানুষের সঙ্গে বচসা বাধে পুলিশের। তার জন্য বৃহস্পতিবার পুলিশের সংখ্যা বাড়িয়ে বেদখল করার কাজ শুরু করে কলকাতা পুলিশ।

এছাড়াও পোর্ট আধিকারিকরা পুলিশের সঙ্গে সহযোগিতায় নেমেছেন। এইভাবে এলাকা দখল মুক্ত করায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীদের বক্তব্য, আগে তাদের দোকান মাঝেরহাট ব্রিজ লাগোয়া জায়গায় ছিল। মাজেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে ওখান থেকে সরিয়ে মেয়র ফিরহাদ হাকিম তাদের পোর্ট জমিতে বসায়, ভোট যেহেতু হয়ে গেছে তাই সরকার আমাদের ভুলে গেছে। আমাদের তুলে দিচ্ছে গরিবদের কথা কেউ মনে রাখছে না।

You might also like!