দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুটির বাজারে নতুন এন্ট্রি নিতে চলেছে হিরো ডেস্টিনি। বর্তমানে দেশের জনপ্রিয় স্কুটিগুলির মধ্যে একটি এই টু হুইলার। এবার সেই মডেলের আপডেট ভার্সন লঞ্চ করতে চলেছে হিরো মটোকর্প। এটি হন্ডা অ্যাক্টিভা, টিভিএস জুপিটার এবং সুজুকি অ্যাক্সেস স্কুটিগুলোকে টক্কর দিতে চলেছে। বিক্রির নিরিখে এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম টু হুইলার হিরো মটোকর্প। মূলত বাজেট-ভিত্তিক টু হুইলারের জন্য জনপ্রিয় হিরো মটোকর্প।
2024 Hero Destini 125 স্কুটারের ছবি ফাঁস হল
ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, একদম নতুন ডিজাইন সহ নিউ জেনারেশন Hero Destini 125 আসতে চলেছে। আগের ডেস্টিনি ও আপকামিং মডেলের লুকসে প্রচুর ফারাক। সবচেয়ে বড় পরিবর্তন ফ্রন্ট সেকশনে। যেখানে হেডল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর নতুন করে ডিজাইন করা হয়েছে। যে কারণে স্কুটার আকৃতিতে বদল এসেছে। নতুন ডেস্টিনিতে ভুরিভুরি ক্রোম অ্যাক্সেন্ট দেওয়া থেকে বিরত থেকেছে কোম্পানি।
পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, Hero Destini 125-এর নতুন সংস্করণে কোনও আপগ্রেড থাকার সম্ভাবনা নেই বললেই চলে। পূর্বের মতোই একটি ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে বাইকটি। এটি থেকে ৭০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম গতিতে ১০.৪ এনএম টর্ক পাওয়া যাবে।
হিরো মোটোকর্পের এমন পদক্ষেপ দেখে মনে করা হচ্ছে, বাজারে এই স্কুটির প্রসঙ্গে ক্রেতাদের মতামত গ্রহণের পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। যে কারণে Hero Destini 125-এর ডিজাইন আপাদমস্তক পাল্টাতে ঘটাতে বাধ্য হচ্ছে সংস্থা। সব ঠিকঠাক চললে পুজোর আগেই বাজারে আসতে পারে নতুন ডেস্টিনি।