Breaking News

 

Country

1 hour ago

Nityanand Rai: বিরোধীদের হৃদয় জানে সত্যিটা কী, মন্তব্য নিত্যানন্দ রাইয়ের

Nityanand Rai
Nityanand Rai

 

পাটনা, ১২ নভেম্বর : বুথ ফেরত সমীক্ষার আভাস মানতে নারাজ বিরোধীরা। তাঁদের মতে, প্রকৃত ফল জানা যাবে আগামী ১৪ নভেম্বর। এমতাবস্থায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিত্যানন্দ রাই বললেন, বিরোধীদের হৃদয় জানে সত্যিটা কী। বুধবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিত্যানন্দ রাই বলেন, "তাঁদের (বিরোধীদের) হৃদয় সত্যটা জানে, কিন্তু তাঁরা এখনও তা মেনে নিচ্ছে না। এটা মাত্র এক বা দুই দিনের ব্যাপার, তাঁরা সব বুঝতে পারবে। জনসাধারণ তাঁদের বুঝতে পেরেছে এবং তাঁরা এটাও বুঝতে পেরেছে যে পরাজয় অনিবার্য।"

নিত্যানন্দ রাই আরও বলেন, "এক্সিট পোলে (বুথফেরত সমীক্ষা) যেমনটি দেখানো হয়েছে, জনগণের কণ্ঠস্বর স্পষ্টভাবে এনডিএ সরকারের প্রতি সমর্থন প্রতিফলিত করে। আমার মনে হয় এনডিএ দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খ্যাতি এবং কাজের প্রভাব, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শাসনব্যবস্থা এবং যুব কল্যাণ, মহিলা কল্যাণ, দরিদ্র এবং কৃষকদের জন্য উদ্যোগের প্রভাব নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।"

You might also like!