Entertainment

1 week ago

Toofan Trailer : 'রাক্ষস' তুফান-এর জীবনে 'দুষ্টু কোকিল' মিমি,সাড়া ফেলেছে 'তুফান'-এর ট্রেলার

Toofan Trailer
Toofan Trailer

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্রেলার আসবে,এমন কোনো পূর্বঘোষণা ছিল না। এক দিন পরই ঈদ, অনেকে হয়তো ধরেই নিয়েছিলেন যে প্রেক্ষাগৃহে মুক্তির আগে ট্রেলার মুক্তি দেবেন না নির্মাতারা। তবে সবাইকে চমকে দিয়ে গতকাল রাতে মুক্তি পেয়েছে এবারের ঈদের আলোচিত সিনেমা ‘তুফান’-এর ট্রেলার।

২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারের পুরোটাই অ্যাকশনে ভরপুর । ট্রেলারের শুরুর দিকেই দেখা যায় শাকিব খানকে । ‘রাক্ষস’ হিসেবে পরিচয় করানো হয় তুফানকে । যার সন্ত্রাসে ভীত, সন্ত্রস্ত সকলে । কখনও বন্দুকের গুলিতে সব কিছু ধ্বংস করে দিতে দেখা যাচ্ছে তাঁকে, কখনও হাতের পাঞ্চেই ধরাশায়ী করে দিচ্ছেন শত্রুদের । গোটা ট্রেলারে রণং দেহি মূর্তিতে দেখা গিয়েছে শাকিবকে । তবে, ভরপুর অ্যাকশনের মধ্যেও রয়েছে প্রেমের ছোঁয়া । আর সেই প্রেমের রং লাগাবে দুষ্টু কোকিল । তুফানের জীবনে প্রেমের সেই তুফান আনবেন মিমি চক্রবর্তী ।

সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরীরও । তুফানের সন্ত্রাস মেটাতেই দায়িত্ব দেওয়া হয় সিআইডি অফিসার আক্রমকে। এই চরিত্রে দেখা যাবে চঞ্চলকে । ট্রেলারের শেষের দিকে এন্ট্রি হয়েছে তাঁর । তাঁর সাফ কথা তুফান-এর সঙ্গে খেলতে হবে মাথা দিয়ে। কিন্তু এদিকে, তুফান-কেও বলতে শোনা গেল, 'তুফান পোষ মানে না, পোষ মানায়' । ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি সংলাপেও তুফান তুলেছে এই সিনেমা । আগামী ইদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাকিব-মিমি-র তুফান। ২৮ জুন ভারত তথা অন্যান্য দেশেও মুক্তি পাবে সিনেমা ।


You might also like!