kolkata

1 week ago

Abhijit Mukherjee: ছেড়ে দিচ্ছেন তৃণমূল, এ বার কংগ্রেসে ফিরতে চলেছেন প্রণব–পুত্র অভিজিৎ

Abhijit Mukherjee
Abhijit Mukherjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কংগ্রেসে ফিরতে আগ্রহী প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।  তাঁর বক্তব্য, কংগ্রেসের হাই কমান্ড তাঁকে ফের সুযোগ দিলে তিনি নতুন করে কংগ্রেসে কাজ শুরু করতে চান। বছরতিনেক আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ।তাই এবার তিনি তৃণমূল কংগ্রেসের কাজের কর্মসংস্কৃতির সঙ্গে তাঁর মিলছে না অভিযোগ তুলে কংগ্রেসে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন।

অভিজিৎ মুখোপাধ্যায় সংবাদসংস্থা কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‌তৃণমূল কংগ্রেসের কর্মসংস্কৃতির সঙ্গে কংগ্রেসের কোনও মিল নেই। আমি ভাবলাম যথেষ্ট হয়েছে।’‌ অনেকে মজা করে বলছেন, ইন্ডিয়া জোটে তো দুটো দলই আছে। সেখানে কেউ কংগ্রেসে ফিরল নাকি তৃণমূল ছাড়ল তাতে আর কি যায় আসে।

এদিকে ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন প্রণব পুত্র। তারপর থেকেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপের দিকে যেতে শুরু করে। আর কংগ্রেস ছাড়ার আগে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তখন তিনি বলেছিলেন, ‘‌আড়াই বছর ধরে আমাকে যে কাজ দেওয়া হয়েছিল আমি তা খুব সুচারুভাবে পালন করেছিলাম। কিন্তু আরও বেশি করে কাজ আমাকে দেওয়া হচ্ছিল না। যে কোনও কারণেই হোক আমি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলাম নির্দিষ্ট একটি গোষ্ঠীর দ্বারা। তখন মমতা দিদি আমাকে ডাকে এবং তাঁর দলে যোগ দিতে বলেন। কিন্তু সেখানে যোগ দিয়েও কাজ মেলেনি।’‌

অন্যদিকে এখন কংগ্রেসের ফল সর্বভারতীয় স্তরে ভাল হয়েছে। তাই সেখানে ফিরে যাওয়া ভাল বলেই মনে করেছেন অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘‌তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েও আমি বেশি কাজ পাচ্ছিলাম না। তাদের কাজের সংস্কৃতির সঙ্গে কংগ্রেসের কাজের কোনও মিল নেই। তাই আমার মনে হয়েছে যথেষ্ট হয়েছে। তারপরই আমি নয়াদিল্লি ফিরে আসি। তখন কংগ্রেসের এক শীর্ষ নেতা আমাকে পরোক্ষভাবে জিজ্ঞাসা করলেন, আমি এত নীচে কেন আছি?‌ তারপর কংগ্রেসের ভবিষ্যৎ তথা বন্ধু, রাহুল গান্ধী আমাকে সক্রিয় হতে বলল। আমি সময় চাইলাম, দু’‌একদিনের মধ্যে দেখা করব। তখন যদি আমাকে দ্রুত যোগ দিতে বলে আমি তা করব। আমি একেবারে প্রস্তুত কাজ করতে। যদি কংগ্রেস আমাকে মেনে নেয়।’‌


You might also like!