Country

1 week ago

Fire in an empty train standing in Secunderabad:সেকেন্দ্রাবাদে দাঁড়িয়ে থাকা খালি ট্রেনে আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

Fire in an empty train standing in Secunderabad
Fire in an empty train standing in Secunderabad

 

সেকেন্দ্রাবাদ, ২০ জুন : তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে আগুন লাগল দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রেনে। আগুনের লেলিহান শিখায় ট্রেনের দু'টি বগি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। যদিও, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সেকেন্দ্রাবাদে দাঁড়িয়ে ছিল একটি ট্রেন।

সেকেন্দ্রাবাদের রেল নিলয়মের অদূরে রেল ওভারব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা একটি প্যান্ট্রি কোচ এবং একটি এসি কোচে আগুন লাগে। বৃহস্পতিবার সকালে ওই ট্রেনে আচমকাই আগুন লেগে যায়। সকাল ১০.৫০ মিনিট নাগাদ খবর পেয়ে আগুন নেভাতে আসে দমকলের ৫টি ইঞ্জিন। দমকলের বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। দমকল অফিসার ডি মোহন রাও বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, বগি পুড়ে গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


You might also like!