kolkata

1 week ago

Governor CM Meet: বিমুখ মুখ্যমন্ত্রী, রাজ্যপালও সরছেন না নিজ অবস্থান থেকে! প্রসঙ্গ ভোট-পরবর্তী হিংসা

CV Anand Bose & Mamata Banerjee (File Picture)
CV Anand Bose & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের এক কর্মী গভর্নরের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা না-করার কড়া অবস্থান নিয়েছেন। মমতা নিতান্তই প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে রাজভবনের সামনের ফুটপাথে দাঁড়িয়ে বোসের সঙ্গে দেখা করলেও রাজভবনের ভিতরে ঢুকবেন না। 

অপরদিকে রাজ্যপাল বোস-ও এবার লোকসভা নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগকে হাতিয়ার করে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করবেন না বলে ঘোষণা করলেন। বোস রবিবার জানান, আক্রান্তরা যতদিন রাজভবনে গিয়ে দেখা করবেন, ততদিন পুলিশমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন না।

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজভবনের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। চন্দ্রিমা প্রশ্ন তুলেছেন যার বিরুদ্ধে এই অপরাধমূলক কাজের অভিযোগ, তাঁর সঙ্গে কে দেখা করতে যাবে? একই সঙ্গে তিনি কটাক্ষের সুরে বলেন, ভোটে বাংলায় প্রত্যাশিত সাফল্য পায়নি বিজেপি, সেই আক্ষেপ থেকেই রাজ্যপাল এমন বিবৃতি দিয়েছেন।

You might also like!