Country

5 days ago

Y S R C P central office demoralized: অমরাবতীতে বুলডোজার চলল ওয়াইএসআরসিপি-র সেন্ট্রাল অফিসে, অভিযুক্ত টিডিপি

Bulldozers run at YSRCP central office in Amravati, accuses TDP
Bulldozers run at YSRCP central office in Amravati, accuses TDP

 

অমরাবতী, ২২ জুন: অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বুলডোজার চলল ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিসে। শনিবার সকালে অমরাবতীর তাদেপল্লীতে ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। মাটিতে মিশিয়ে দেওয়া হয় গোটা অফিস।

দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে ওয়াইএসআরসিপি। টিডিপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে জগনমোহন রেড্ডির দল। আগের দিনই এই ভাঙচুর রুখতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওয়াইএসআরসিপি, তাঁরা এপি সিআরডিএ (অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি)-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ করে। আদালত যে কোনও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। তারপরও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিস।

টিডিপি নেতা পট্টভী রাম কোম্মারেডি বলেছেন, "আইন এবং নিয়ম অনুযায়ী, যে কোনও বেআইনি নির্মাণ ভেঙে ফেলা দরকার।ওয়াইএসআরসিপি-র পার্টি অফিস যা সংশ্লিষ্ট দফতরের কোনও অনুমতি ছাড়াই বেআইনিভাবে তৈরি করা হচ্ছে, তা ভেঙে ফেলা হচ্ছে।"

You might also like!