kolkata

1 week ago

Weather forecast of Bengal: দাবদাহের দিন শেষ, ২১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস

Dabdah days are over
Dabdah days are over

 

কলকাতা, ১৯ জুন: দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ নিয়ে কিছু দিন আগে পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলছিল না। দেখতে দেখতে আষাঢ় মাসও এসে গেল, অথচ এখনও বর্ষার আগমন হয়নি দক্ষিণবঙ্গে। এবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীঘ্রই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তার আগে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ২১ জুন পর্যন্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এই সময়ে বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে।

গরমের দিনও এবার শেষ হতে চলল। বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। মেঘলা আকাশের সৌজন্যে গরম অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও দু-একদিন সময় লাগবে। এর আগেও ১২ কিংবা ১৩ জুন বর্ষা ঢোকার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই বার্তাও মেলেনি। এখন দেখা যাক শুক্রবারের মধ্যে বর্ষার আগমন হয় কি-না! গরমের দাপট এখন অনেকটাই কমেছে, তাপমাত্রার পতনও হয়েছে কিছুটা। আপাতত স্বস্তি ফিরে পাওয়ার অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী।


You might also like!