Country

4 days ago

Lok Sabha session:২৪ জুন শুরু হচ্ছে লোকসভার অধিবেশন, ২৬ তারিখ নির্বাচিত হবেন স্পিকার

Lok Sabha session
Lok Sabha session

 

নয়াদিল্লি, ২৩ জুন: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে ২৪ জুন, সোমবার। লোকসভার এই অধিবেশনে নবনির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন। প্রবীণ বিজেপি সাংসদ ভত্রুহরি মহাতব অধ্যক্ষ প্রতীম হিসাবে লোকসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

এরপর ২৬ জুন, বুধবার লোকসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হবেন। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৭ জুন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ওই দিনই রাজ্যসভার অধিবেশনও বসবে। ৩ জুলাই পর্যন্ত সংসদের এই অধিবেশন চলবে।


You might also like!