Odisha

5 months ago

Surama Padhi Odisha assembly speaker:ওডিশা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত সুরমা পাধি, বললেন খোলা মনে কাজ করব

Surama Padhi Odisha assembly speaker
Surama Padhi Odisha assembly speaker

 

ভুবনেশ্বর, ২০ জুন : সপ্তদশ ওডিশা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন বিজেপি নেত্রী সুরমা পাধি। বৃহস্পতিবার সর্বসম্মতভাবে ওডিশা বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন বিজেপি নেত্রী তথা রণপুরের বিধায়ক সুরমা পাধি। ওডিশা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর সুরমা পাধি বলেছেন, "দল আমাকে স্পিকার পদের দায়িত্ব দেওয়ায় আমি খুবই খুশি।"

একইসঙ্গে তিনি জানিয়েছেন, "আমি নিশ্চিত করব যে সরকার ওডিশার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমি এর আগেও বিধায়ক ও মন্ত্রী হিসেবে কাজ করেছি। খোলা মন নিয়ে কাজ করব। আমি বিরোধী দলকে সম্মান করি, যেখানে অনেক সিনিয়র নেতা রয়েছেন এবং আশা করি তাঁরা ওডিশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন।"


You might also like!