kolkata

3 months ago

Kanchenjunga train accident :কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃতদের নাম প্রকাশ, দুর্ঘটনাস্থলে রেলের সেফটি কমিশনার

Kanchenjunga train accident
Kanchenjunga train accident

 

কলকাতা, ১৮ জুন : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ৯ মৃতের নাম ও পরিচয় প্রকাশ করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ময়নাতদন্তের পর সেই তালিকা প্রকাশ করা হয়। মৃতেরা হলেন, সালেব সুব্বা (৩৬), বিউটি বেগম (৪১), আশিস দে (৪৭), শুভজিৎ মালি (৩৩), অনিল কুমার (৪৬), শঙ্কর মোহন দাস (৬৩)। অপরদিকে ৪ জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

এদিকে, মঙ্গলবার ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন রেলওয়ে সেফটি কমিশনার জে কুমার গর্গ। মঙ্গলবার নির্মলজোত যান তিনি। সেখানে বর্তমানে লাইন মেরামতির কাজ চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মঙ্গলবারই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেল ছ’বছরের শিশু। তার বাবা-মাও হাসপাতালে ভর্তি। শিশুটির নাম স্নেহা মণ্ডল। মালদার বাসিন্দা। সোমবার সে বাবা-মায়ের সঙ্গে সওয়ার ছিল আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সেই ট্রেনটিকেই ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে পিছন থেকে ধাক্কা দেয় মালগাড়ি।


You might also like!