Country

1 week ago

Tamil Nadu Hooch Tragedy: তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদে মৃত্যু ৩৪ জনের, স্ট্যালিনকে দুষলেন এল মুরুগান

Tamil Nadu Hooch Tragedy
Tamil Nadu Hooch Tragedy

 

চেন্নাই, ২০ জুন (: তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ অন্তত ৩৪ জনের প্রাণ কাড়ল। হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৬০ জন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এই ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিষমদে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অন্যদিকে, স্ট্যালিনকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান।

পুলিশ জানিয়েছে, বিষমদ পানে হতাহতদের প্রায় সকলেই দিনমজুর। কাল্লাকুরিচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে ওই বিষমদ পান করে সকলে। এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করতে থাকেন। শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা ও বমি ৷ পরিবারের সদস্যরা বিষমদ পানকারীদের কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের ৷ ৬০ জনেরও বেশি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। জেলাশাসক এম এস প্রশান্ত বলেছেন, কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ খাওয়ায় এযাবৎ ৩৪ জনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্স মাধ্যমে জানিয়েছেন, "কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ও দুঃখিত। এই অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সমাজকে ধ্বংস করে, এমন অপরাধ শক্ত হাতে দমন করা হবে।" নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তামিলনাড়ুর সরকার। প্রাক্তন বিচারপতি বি গোকুলদাসের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিকে ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনায় তামিলনাড়ু সরকারকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান। তিনি বলেছেন, "খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৭০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন। গতবছর পার্শ্ববর্তী জেলায় একই ধরনের ঘটনা ঘটেছিল। বারবার একই ধরনের ঘটনা ঘটছে, নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। মন্ত্রী এস মুথুস্বামীর পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী এজন্য দায়ী, তাঁকে জবাবদিহি করতে হবে।"


You might also like!