Country

1 week ago

Ram Mandir: রাম মন্দিরে গুলি! মৃত জওয়ান, অযোধ্যাধামে শোরগোল

Ayodhaya Ram Mandir (File Picture)
Ayodhaya Ram Mandir (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর প্রদেশের অযোধ্যা রাম মন্দিরে গুলিবিদ্ধ অবস্থায় এক জওয়ানের দেহ উদ্ধার। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা SSF জওয়ানের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বুধবার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।

জানা গিয়েছে, এদিন ভোর ৫টা ২৫ মিনিট নাগাদ গুলি চলে রাম মন্দির চত্বরে। গুলির আওয়াজ শুনে দ্রুত সেখানে পৌঁছন নিরাপত্তারক্ষীরা। গুলিবিদ্ধ জওয়ানকে পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নামে শত্রুঘ্ন বিশ্বকর্মা। ২৫ বছর বয়সী এই SSF জওয়ান রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু, কী ভাবে তাঁর গুলি লাগল তা এখনও জানা যায়নি। কোনওভাবে তাঁর নিজের বন্দুক থেকেই ভুলবশত গুলি চলে গিয়েছে কি না তাও এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার জল্পনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। নিরাপত্তারক্ষীদের অনুমান, রাম মন্দিরে কর্তব্যরত ওই জওয়ান নিজের সার্ভিস রাইফেল পরিষ্কার করছিলেন। সে সময় ভুলবশত এই গুলি চলে গিয়ে থাকতে পারে। যদিও এই নিয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে, বুধবার সকাল থেকেই আতঙ্কে রয়েছেন ভক্তরা। প্রতিদিনই রামলালার দর্শনে পৌঁছন হাজার হাজার দর্শনার্থী। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে শোরগোল পড়ে গিয়েছে তাঁদের মধ্যে। নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে রাম মন্দির চত্বরে।

তবে এই ঘটনা প্রথমবার নয়। গত মার্চে একইরকমভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন এক জওয়ান। গুরুতর আহত হয়েছিলেন এক PAC জওয়ান। তাঁকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অনুমান করা হয়, তিনি নিজের সার্ভিস রাইফেল AK-47 পরিষ্কার করার সময় আচমকাই গুলি বেরিয়ে তাঁর বুকে লাগে। তবে তাঁকে টার্গেট করে গুলি চালানো হয়েছে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েই গিয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে অযোধ্যা পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে IG অযোধ্যা প্রবীণ কুমার বলেন, 'অন্য কেউ ওই নিরাপত্তারক্ষীকে টার্গেট করে গুলি চালিয়েছে না ভুলবশত সার্ভিল রাইফেল AK-47 থেকে গুলি চলে গিয়েছে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা মেলেনি। রাম জন্মভূমি কমপ্লেক্সের মধ্যেই একটি ওয়াচ টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। কর্তব্যরত অবস্থাতেই এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।'

You might also like!