Game

1 week ago

That Eriksen goal in EURO: ইউরোয় মাঠে নেমে সেই মৃত্যুঞ্জয়ী এরিকসেনের গোল

Eriksen's goal in the Euros
Eriksen's goal in the Euros

 

স্টুটগার্ট, ১৭ জুন: গত ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে এরিকসেন লুটিয়ে পড়েছিলেন মাঠে, জেগেছিল মৃত্যুভয়ও। তবে, সত্যিকারের যোদ্ধার মতো কঠিন সময়কে পেছনে ফেলে, চিকিৎসা নিয়ে তিনি মাঠে আবারও ফিরেছেন। জানান দেন, এখনও তার দেওয়ার আছে। তিন বছর পর এবারের ইউরোয় ফের মাঠে নামলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার,এবং দর্শকদের মন জয় করলেন, শুরুতেই উপহার দিলেন দারুণ এক গোল।

স্টুটগার্টে রবিবার রাতে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের সপ্তদশ মিনিটে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মৃত্যুঞ্জয়ী ফুটবলার। ডেনমার্কের জার্সিতে ১৩১ ম্যাচে এটি এরিকসেনের ৪২তম গোল। দলটির ইতিহাসের যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। এরিকসেনের শরীরে রয়েছে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি)। এটি একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস, পেসমেকারের মতো যা কার্ডিয়াক অ্যারেস্ট প্রতিরোধ করে হৃদস্পন্দনকে স্বাভাবিক রাখে। আর

শরীরে ওই যন্ত্রটি নিয়েই খেলে যাচ্ছেন তিনি।

You might also like!