Horoscope

4 days ago

Horoscope:কর্মক্ষেত্রে কেমন কাটবে দিন ? জেনে নিন রাশিফলে

Horoscope
Horoscope

 

মেষ: আজ আপনি স্বাধীনতার স্বাদ পাবেন ৷ মন-মেজাজ একরকম থাকার ফলে আপনি সেইসব কাজ করতে চাইবেন, যা আপনি ছোটবেলা করতে ভালোবাসেন। রোম্যান্টিক যোগাযোগের জন্য আপনি প্রস্তুত থাকবেন। আপনি যদি ইতিমধ্যে কোনও সম্পর্কে থেকে থাকেন, তাহলে প্রত্যাশা করতে পারেন যে, সেটি বিকশিত হবে। আপনার প্রকল্পে সহায়তা ও অর্থ সাহায্য পেতে পারেন ৷ যেকোনও কিছুর সঠিক সংস্থান আপনি খুঁজে বার করতে পারবেন। আজ আপনি, সঠিক সময়ে সঠিক ব্যক্তির দেখা পাবেন ৷


বৃষ: আপনার চরিত্রের প্রতিযোগী দিকটি আজ একটু কম জায়গা পাবে ৷ কেননা আপনি বেশি আরাম ও স্বস্তির জীবনযাত্রার দিকে ঝুঁকবেন। এই ইঁদুর-দৌড় খুবই ক্লান্তিকর ৷ আপনি ভিড় ও সীমাহীন রুটিনের থেকে থেকে দূরে যেতে চাইবেন । আপনি জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করতে চাইবেন। আর্থিক দিকে থেকে, আজ দিনটি অন্যদিনের থেকে অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে।


মিথুন: আজ আপনার অনেক নতুন দায়িত্ব আসবে ৷ আপনার সব লেনদেনেই মুনাফা লাভ হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। আপনি আপনার সঙ্গীর বাসনা ও প্রত্যাশার দিকে মন দিতে চাইবেন। সম্পর্কে ভারসাম্য বজায় রাখার মূলমন্ত্র হলো সমঝোতা। আপনি সঙ্গীকে বুঝতে পারলেই সবকিছু মসৃণভাবে এগোবে। কাজের ক্ষেত্রে উপরওয়ালাদের মুগ্ধ করতে আপনাকে বেগ পেতে হবে। যদিও দিনের শেষে, তা করতে আপনি সফল হবেন।


কর্কট: আজ আপনাকে জাগলারের ভূমিকায় নামতে হবে। একসঙ্গে অনেক কাজ করার দরকার ৷ যদিও চিন্তার কারণ নেই, আপনি খুবই উদ্যমী ও কুশলী থাকবেন। জমে থাকা কাজ সহজেই শেষ হয়ে যাবে। চোখের পলকে অসম্ভব সব কাজ সম্পন্ন হবে। কাজের জায়গায় যেহেতু আপনাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, তাই প্রিয় লোকদের সময় দিতে পারবেন না।


সিংহ: কখনও কখনও আবেগপ্রবণ হওয়া ভালো ৷ কিন্তু আজ যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলবেন জীবনের প্রতি পরিকল্পিত দৃষ্টিভঙ্গি থাকাই শ্রেয়। এতটাই বেশি যে, আজ থেকে পরিকল্পনা আপনার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে। আজ আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে। আজ আপনি অতিরিক্ত খরচ করতে চাইবেন না ৷ তবে আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আপনি যদি অন্য কোনও চাকরি বা ব্যবসা শুরি করতে চান তার জন্য আজ ভালো দিন ৷


কন্যা: আপনার মধ্যে সবসময় মানবিকতা বেশি কাজ করে। আজ মূল্যবোধ ও বাস্তববাদিকতার সংমিশ্রনে সেরকমই একটি দিন। উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য কৌশল তৈরি করুন। যেকোনও বিষয়ে মূল চিত্রটি দেখুন। হোমথিয়েটার বা বড় টিভি কেনার জন্য আজ ভালো দিন ৷ কেননা আপনি বাড়িতে পরিবারের সকলের সঙ্গে বসে সিনেমা দেখতে চাইবেন ৷ তাতে আপনার জীবনযাত্রা ও রুটিন উন্নত হবে।


তুলা: আপনার ব্যক্তিগত জীবন অবিচলিত থাকবে । আপনার সঙ্গীর যদি দিনটি ভালো না কেটে থাকে, তাহলে তাঁর মেজাজের দিকে খেয়াল রাখার পরমর্শ দেওয়া হচ্ছে ৷ তাঁর সঙ্গে মনোমালিন্যে এড়িয়ে চলুন ৷ আপনি শুধুমাত্র আপনার সঙ্গীকে শান্ত হতে সাহায্য করতে পারেন । আর্থিক দিক থেকে আজ দিনটি মোটামুটি কাটবে ৷ আর্থিক ভালো-মন্দ মিশিয়ে কাটবে ৷ আপনি আজ আর্থিক ক্ষতি নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না ৷ যদিও কর্মক্ষেত্রে বৈঠকের জন্য আজ দিনটি শুভ ।


বৃশ্চিক: আজ আপনি একঘেয়ে রোজকার কাজ থেকে একটু ছুটি নিয়ে রান্না বা বাগান করার মতো সৃজনশীল কাজে হাত দেবেন। আজ আপনি শুধু পরিশ্রম নয়, চতুরভাবে কাজ করতে চাইবেন। আজ আপনার মধ্যে মুনাফা লাভের ইচ্ছা ঘুর পাক দিচ্ছে ৷ কাজেই আপনি জীবনকে একটু অন্যভাবে দেখবেন। আপনি ইতিবাচক ফল পাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠবেন। অফিসে কোনওরকম বাধা ছাড়াই প্রতিদিনের কাজ সম্পন্ন হবে। আপনি নিশ্চিত করবেন যে, আপনার সহকর্মীরা যে আপনার অবদান থেকে লাভ করছে।


ধনু: আজ পারিবারিক জমায়েতের সম্ভাবনা প্রবল ৷ আজ দিনটি আপনার ভরপুর উদ্যমে কাটবে । ঘনিষ্ঠদের স্বাগত জানাবেন ৷ প্রিয় মানুষের সঙ্গে মধুর সময় কাটাতে পারেবেন ৷ বাড়িতে ও পরিবারের সঙ্গে মজায় দিন কাটাবেন ৷ কেনাকাটা করতে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবল হবে ৷ তার ফলে আপনি অতিরিক্ত খরচ করে ফেলবেন । আয় বুঝে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ আজ সারাদিন আশা ও আত্মবিশ্বাস আপনাকে সঙ্গ দেবে । সব মিলিয়ে আজকের দিনটি বেশ ভালোই কাটবে ৷


মকর: সঙ্গীর সঙ্গে আপনার নেওয়া পরিকল্পনায় মনের মিল হতে পারে ৷ আধ্যাত্মিক চর্চায় আপনি মনোনিবেশ করবেন ৷ আর আজ দিনটি আপনার জন্য শুভ ৷ আপনি মানুষ ও পৃথিবীকে এক বৃহত্তর মহাজাগতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারবেন ৷ কর্মক্ষেত্রে সহকর্মীদের অযাচিত উপদেশ মতামত বা পরামর্শ দিতে মন চাইবে ৷


কুম্ভ: বেশিরভাগ সময়েই আপনি যে পথে চলতে চান সেইভাবেই চলেন ৷ ঠিক করেন তাতেই চলেন, বিশেষত যখন আপনি লক্ষ্যের দিকে এগোচ্ছেন। আজ আপনি কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য নিজের সীমা পার করে যাবেন। আপনি প্রতিভাশালী, পরিশ্রমী, সৃজনশীল ৷ ভাগ্যও আপনার সহায় আছে । স্বাস্থ্যের দিক থেকেও আজ ভালো দিন। আজকে গুরুত্বপূর্ণ মিটিং ও পরিকল্পনা ভালোই হবে । আজ আপনার উপর কিছু নতুন দায়িত্বের ভার আসতে পারে।


মীন: ভয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ যদিও পুরোপুরি বাদ দেওয়া যায় না ৷ এটিকে কীভাবে দমিয়ে রাখা যায় সেই চেষ্টা করবেন । আপনি সম্ভবত শান্তি ও সান্ত্বনা খুঁজে পাবেন। এই কারণেই, অনেকক্ষণ কাজ করার পরেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজ দিনটিকে খুবই গুরুত্ব সহকারে দেখুন ৷ শুধুমাত্র সেইসব কার্যকলাপের পেছনের সময়, শক্তি ও অর্থ খরচ করুন যা ফলদায়ক বলে মনে হচ্ছে ।


You might also like!