Country

1 week ago

President performed puja at Jagannath temple on his birthday:জন্মদিনে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, শুভেচ্ছা মোদী-রাজনাথের

President performed puja at Jagannath temple on his birthday
President performed puja at Jagannath temple on his birthday

 

নয়াদিল্লি, ২০ জুন : জন্মদিনে জগন্নাথ দেবের আরাধনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে দিল্লির জগন্নাথ মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় মহাপ্রভু জগন্নাথ দেবের পূজার্চনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৬৬-তম জন্মদিন। বিশেষ এই দিনে রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। দেশের প্রতি তাঁর অনুকরণীয় সেবা ও উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে। দরিদ্র ও প্রান্তিকদের সেবা করার জন্য তাঁর প্রজ্ঞা এবং দৃঢ়তা শক্তিশালী পথপ্রদর্শক শক্তি। তাঁর জীবনযাত্রা কোটি কোটি মানুষকে আশা প্রদান করে। অক্লান্ত প্রচেষ্টা এবং দূরদর্শী নেতৃত্বের জন্য সর্বদা তাঁর কাছে ভারত কৃতজ্ঞ থাকবে।"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, রাষ্ট্রপতিজির অন্তর্দৃষ্টি ও তাঁর অবদান থেকে গভীরভাবে উপকৃত হয়েছে ভারত। আমাদের সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর কল্যাণ ও ক্ষমতায়নের জন্য তাঁর আবেগ প্রশংসনীয়। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


You might also like!