রামেশ্বরম, ১৮ জুন : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে ৪ জন তামিল মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা। গ্রেফতার করার পর তাঁদের কাঙ্কেসান্থুরাই নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ধৃত ৪ জন মৎস্যজীবী হলেন - কে পার্থিবন (৩২), কে সারথি (২৩), কে মুরালি (৪২), এন রামাদোস (৫২)। তাঁদের মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
তামিলনাড়ুর মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে জানানো হয়েছে, ডেলফ্ট দ্বীপের (উত্তর শ্রীলঙ্কা) কাছে মাছ ধরার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী পুদুক্কোট্টাইয়ের ৪ জন মৎস্যজীবীকে পাকড়াও করেছে। এই ৪ জন মৎস্যজীবী ও তাঁদের নৌকাগুলি কাঙ্কেসান্থুরাই নৌ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।