Country

6 days ago

Tejashwi Yadav: নিট নিয়ে নীরবতা ভাঙলেন তেজস্বী

Tejaswi broke the silence about NEET (File Picture)
Tejaswi broke the silence about NEET (File Picture)

 

পাটনা, ২১ জুন: আরজেডি নেতা তেজস্বী যাদব শুক্রবার একহাত নিলেন বিহারের উপ–মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত রয়েছেন তেজস্বী যাদবের সহকারী। তেমনটাই অভিযোগ করেছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা।

শুক্রবার এরই পাল্টা হিসাবে তেজস্বী বলেন, কিংপিনকে আড়াল করতেই আমার নাম করা হয়েছে। বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে আমার সহকারীর বিরুদ্ধে কিছু বলা হয়নি। এই দাবি শুধুমাত্র বিজয় সিনহাই করছেন। আমি উপ-মুখ্যমন্ত্রীকে বলব যদি এবিষয়ে আমার সহকারীকে কোনও জিজ্ঞাসাবাদ করার হয় তিনি তা করতে পারেন। যদি আমার সহকারী দোষী সাব্যস্ত হয় তবে তাঁকে গ্রেফতার করা হোক। কিন্তু এবিষয়ে আমার নাম টেনে এনে লাভ নেই।

You might also like!