West Bengal

6 days ago

Yoga Day: যোগ দিবসে সামিল বঙ্গবিজেপির নেতারাও, দিঘায় যোগ দিবস পালন করলেন শুভেন্দু

Dilip Ghosh led pilgrims to Eco Park
Dilip Ghosh led pilgrims to Eco Park

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বঙ্গ বিজেপির নেতারা সকাল সকাল যোগাভ্যাসে যোগ দিলেন। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ও যোগ দিবসে অংশগ্রহণ করেন। সৈকত সুন্দরী নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে এই যোগ দিবস পালন হয়।

দশম তম আন্তর্জাতিক যোগ দিবস। ১৯৭ টি দেশে আজ এই দিনটিকে পালন করা হচ্ছে। ঠিক সেইভাবে বিধাননগর FE পার্কে ও আজকের দিনটিকে পালন করা হচ্ছে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্যআন্তর্জাতিক যোগ দিবসে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মী সমর্থক এবং প্রাতর্ভ্রমণকারীদের নিয়ে ইকো পার্কে যোগা করলেন।

প্রতি বছরই একুশে জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের এই ঘোষণা। বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখার জন্য যোগাভ্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই বছর যোগ দিবস ১৮০ টি দেশে পালিত হচ্ছে।

গোটা দেশেই আজ যোগদিবস উদযাপিত হচ্ছে। সুদূর কাশ্মীরে ডাল লেকের পাড়ে যোগাসন করে যোগ দিবস পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন ,বিশ্বের নেতারা এখন তাঁর কাছ থেকে যোগাসন সম্পর্কে জানতে চান। যোগাসন মানুষের জীবনকে উন্নত করে তোলে। গোটা বিশ্ব এখন যোগাসনের গুরুত্ব বুঝতে পারছেন। তাঁরা বুঝতে পারছেন শরীরকে রোগমুক্ত রাখতে যোগাসন কতটা জরুরি।

রাজভবনের পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ অনুষ্ঠানে যোগ পরিবেশন করে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ছিলেন বিভিন্ন স্কাউট এর সদস্যরা এদিন সম্পূর্ণ সাদা পোশাকে উপস্থিত হন রাজ্যপাল অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় শরীরচর্চার সাথে সাথে মানসিক স্বাস্থ্য বিকাশ পায় যোগের মাধ্যমে রাজ্যপাল বলেন মনের সঙ্গে শরীর সমান গুরুত্বপূর্ণ রাজ্যপাল তার বক্তব্যে যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন যোগা সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এদিন ছাত্র-ছাত্রীদের সঙ্গে সঙ্গে রাজ্যপাল নিজে যোগ আসন করেন


You might also like!