Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Entertainment

1 year ago

New Tele Serial : স্টার জলসায় আসছে তেঁতুলপাতা একান্নবর্তী পরিবারের গল্পে নায়ক গৌরব চট্টোপাধ্যায় ,নায়িকা কে?

New Tele Serial
New Tele Serial

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একের পর এক ধারাবাহিক যেমন বন্ধ হচ্ছে, তেমনই নতুন সিরিয়ালেরও লাইন লেগে গিয়েছে । একের পর এক প্রোমো সামনে আনছে জি বাংলা । বাদ যাচ্ছে না স্টারও । শুভ বিবাহ-এর পর আরও এক নতুন ধারাবাহিকে ঝলক প্রকাশ্যে আনল স্টার । ধারাবাহিকের নাম তেঁতুলপাতা । টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকের নায়ক নাকি গৌরব চট্টোপাধ্যায় । নিম ফুলের মধুর পর এবার মার্কেটে আসছে ‘তেঁতুল পাতা’

জানা যাচ্ছে, একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে আসছে এই মেগা সিরিয়ালের। এর ১০ সেকেন্ডের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে চ্যানেল। তারপর থেকেই হইচই। অনেকে তো নাম নিয়ে ট্রোলিংও শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হল, এই সিরিয়ালে লিড রোলে কাকে দেখা যাবে? সূত্রের খবর একান্নবর্তী পরিবারের গল্পের হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরছেন ‘ঘরের ছেলে’ গৌরব।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই সিরিয়ালের জন্য লুক সেট করেছেন গৌরব। তবে এখনও কোনও চুক্তি স্বাক্ষর হয়নি। এর আগে অ্যাক্রোপলিসের ব্যানারে একটি মেগা নিয়ে ফেরার কথা ছিল তাঁর, তবে এগোয়নি সেই কাজ। খবর, টিম ওয়ার্ক প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি হতে চলেছে তেঁতুলপাতা।

কে হবেন এই মেগায় গৌরবের জোড়িদার? সব ঠিক থাকলে অরুণিমা ঘোষ অর্থাৎ মন দিতে চাই-এর নায়িকাকে এই সিরিয়ালে দেখা যেতে পারে। তবে কিছুই চূড়ান্ত নয়। এর আগে জলসার আয় তবে সহচরী সিরিয়ালে দেখা মিলেছিল অরুণিমার।

এখন প্রশ্ন হল, নতুন মেগা শুরু হলে শেষ হবে কোন সিরিয়াল? এই মুহূর্তে জলসার সবচেয়ে পুরোনো মেগা অনুরাগের ছোঁয়া। তবে এখনও স্লট ধরে রেখেছেন সূর্য-দীপা। অন্যদিকে শুরু থেকেই স্লট হারা বধূঁয়া। তাই কোপ পড়তে পারে রেজওয়ান-জ্যোতির্ময়ীর মেগার উপর। ওদিকে ৫.৩০টার স্লটে ‘তুমি আশে পাশে থাকলে’ কদিন চলবে সেই নিয়েও সন্দিহান অনেকে।


You might also like!