Entertainment

3 days ago

Rukmini Maitra: জন্মদিনে কি দেবের সঙ্গে কি প্ল্যান করলেন রুক্মিণী!

Dev & Rukmini (File Picture)
Dev & Rukmini (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  টলিউডের পর্দায় আসলেই গোটা স্ক্রিন জুড়ে ছড়িয়ে পড়েন রুক্মিণী! হ্য়াঁ, তাঁর রূপে জাদু এমনই। যাকে বলে একেবারে টপ টু বটম আত্মবিশ্বাসে মোড়া। দেবের সঙ্গে সেই ‘চ্যাম্প’ সিনেমা থেকে শুরু। তার পর ‘ককপিট’, ব্যোমকেশের সত্যবতী হয়ে এবার তো একেবারে নেড়া মাথা রোবট হয়ে রুক্মিণীর ‘বুমেরাং’! সঙ্গে অবশ্য দেব নয়, রয়েছেন জিৎ। 
মাঝে অবশ্য আবির চট্টোপাধ্যায়ের হাত ধরে ‘সুইজারল্যান্ড’ও ঘুরে এসেছেন। টলিউডের মাঠে টুক টুক করে টেস্ট ম্যাচ খেলছেন রুক্মিণী। নিজেকে ভেঙে চুড়ে প্রত্যেকটি ছবিতে প্রমাণ করছেন তিনি যেকোনও চ্যালেঞ্জ নিতে তৈরি। তবে শুধু টলিউড নয়। বলিউডেও বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে সনক ছবিতে অভিনয় করে ছাপ ফেলেছিলেন। বৃহস্পতিবার টলিউডের সেই মিষ্টি নায়িকার জন্মদিন। তা বিশেষ দিনে কী প্ল্যান রুক্মিণীর?
এবারের জন্মদিনটা একটু বিশেষ ভাবেই কাটাতে চলেছেন রুক্মিণী। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক শপিং মলে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে দেখবেন বুমেরাং ছবি। এই ছবি ইতিমধ্যেই সুপারহিট বক্স অফিসে। এমনকী, শিশুরা পছন্দ করেছে রুক্মিণীর রোবট অবতার। জন্মদিনে এই শিশুদের সঙ্গে বিকেলটা কাটাবেন রুক্মিণী। আর দেব? বাদ বাকি প্ল্যান এখনই ফাঁস করতে চাননি অভিনেত্রী। তবে দেব যে সারপ্রাইজ প্ল্যান করবেন, তাতে কিন্তু কোনও সন্দেহ নেই। এখন শুধু সময়ের অপেক্ষা কী সেই সারপ্রাইজ, তা দেখার।
২০১৭ সালে মুক্তি পায় দেবের ‘চ্যাম্প’। এই ছবি থেকেই প্রযোজনায় পা রাখেন অভিনেতা। মডেলিং দুনিয়া থেকে এসে আবার এই ছবিতেই অভিনয়ে হাতেখড়ি রুক্মিণী মৈত্রর। প্রথম ছবিতেই দেব-রুক্মিণী জুটি সুপারহিট। সেই তখন থেকেই লোকমুখে দেব ও রুক্মিণীর প্রেমের চর্চা। তবে নানা কথা রটলেও, প্রেমের ব্যাপারে দুজনেই কিন্তু মুখে কুলুপ এঁটেছেন।

You might also like!