Country

4 days ago

Explosion in factory in Gurugram:গুরুগ্রামের কারখানায় বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ১০

Explosion in factory in Gurugram
Explosion in factory in Gurugram

 

গুরুগ্রাম, ২৩ জুন : হঠাৎ বিকট শব্দ! ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গুরুগ্রামের দৌলতাবাদ শিল্পাঞ্চল। ঘটনাটি ঘটে শনিবার। অগ্নিনির্বাপণ যন্ত্রে ব্যবহৃত ফায়ার বলের কারখানায় বিস্ফোরণের হয়। ঘটনায় মৃত কমপক্ষে ৪ জন শ্রমিক। সূত্রের খবর, আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের একটি ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়োতে দেখা গেছে, বিস্ফোরণের জেরে আলোকিত হয়ে ওঠে দৌলতাবাদ শিল্পাঞ্চল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২৪ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে আশেপাশের দমকল দফতর থেকেও ইঞ্জিন আনানো হয় বলে জানিয়েছেন দমকলের এক আধিকারিক। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত শিল্পাঞ্চল লাগোয়া একাধিক বাড়িঘর। কীভাবে এমন ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্তকারী দল।


You might also like!