দুর্গাপুর, ২০ জুন : ডিএ আন্দোলনের মুখ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার নিজের স্কুলেই বিক্ষোভের মুখে পড়লেন ভাস্কর ঘোষ। ডিএ আন্দোলনের মুখ হয়ে ওঠা প্রাথমিক শিক্ষক ভাস্কর ঘোষ দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধবনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা যাচ্ছে, বৃহস্পতিবার স্কুল শুরু হতেই, স্কুলের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। হাতে ছিল প্ল্যাকার্ড। তাঁদের অভিযোগ ভাস্করবাবু স্কুলে না আসায় পড়াশুনা লাটে উঠেছে। স্কুলের ৭০ জন পড়ুয়া রয়েছেন শিক্ষক-শিক্ষিকা সংখ্যা তিন। কিন্তু ভাস্করবাবু অধিকাংশ দিন স্কুলেই থাকেন না বলে অভিযোগ।