Country

1 week ago

UGC-NET: ডার্কনেট-টেলিগ্রামে পরীক্ষার আগেই প্রশ্নপত্র! নেট পরীক্ষা বাতিলের কারণ দেখালেন শিক্ষামন্ত্রী

Darknet-Telegram question paper before the exam!
Darknet-Telegram question paper before the exam!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডাক্তরি প্রবেশিকা পরীক্ষার পর বিতর্ক শুরু হয়েছে 'গবেষণার প্রবেশদ্বার' পরীক্ষা তথা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। নিট নিয়ে চরম বিতর্কের মধ্যে এবার ইউজিসি-নেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। মঙ্গলবার ১৮ জুন ছিল UGC-NET পরীক্ষা। এবার নয় লাখের উপর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তবে বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়ে দেয় এই পরীক্ষা বাতিলা করা হয়েছে। অর্থার ১৮ জুন পরীক্ষা হয়ে যাওয়ার পর ১৯ জুন তা বাতিল করা হয়েছে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা UGC ইন্ডিয়ান ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে জানতে পারে ওই পরীক্ষায় বেশ কিছু অনিয়ম হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়েছে এই আশঙ্কা করেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে মুখ খুলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, ফাঁস হওয়ার প্রশ্নপত্র 'ডার্কনেট' থেকে মিলেছে। এই সংক্রান্ত বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে।

ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ইন্ডিয়ান ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ডার্কনেটে প্রশ্নপত্র ফাঁস হয়। টেলিগ্রামের মাধ্যমেও পরীক্ষার আগেই ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র।' তিনি আরও জানিয়েছেন, ফাঁস হওয়া প্রশ্নগুলি আসল পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থরক্ষার্থে তাই পরীক্ষা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ডার্ক নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডার্কনেট। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হল অন্ধকার এক নেটওয়ার্ক৷ অন্ধকার জগতের লোকজনই এটা বেশি ব্যবহার করে থাকেন৷ অবৈধ কাজকর্ম, অস্ত্র কেনাবেচার কাজই বেশি হয়ে থাকে ডার্কনেটের মাধ্যমে৷ এর ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিজেদের পরিচয় গোপন রেখেই নিশ্চিন্তে ব্যবসা করতে পারছেন৷ প্রযুক্তিগত কারণে এখনও সরকার বা নিরাপত্তা কর্মীরা বেশিরভাগ ক্ষেত্রেই ডার্কনেট ব্যবহারকারীদের শনাক্ত করতে সমস্যা হয়। কারণ ইন্টারনেট ব্যবহারকারীকে যে আইপি অ্যাড্রেস দিয়ে শনাক্ত করা যায়, ডার্কনেট ব্যবহারকারীদের সেই অ্যাড্রেসটাই নেই। UGC-NET ১১ লাখ পরীক্ষার্থী রেজিস্টার করেছিলেন। পরীক্ষা বাতিলের ঘোষণা করে শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল জানিয়েছেন, খুব তাড়াতাড়ি নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি।

You might also like!