Country

3 months ago

Heavy rain forecast in North-East India:উত্তর-পূর্ব ভারতে ৩-৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, গরম কমতে পারে ১৯ তারিখের পর

Heavy rain forecast in North-East India
Heavy rain forecast in North-East India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উত্তর-পূর্ব ভারতে আগামী ৩-৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। বিশেষ করে মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরে। সোমবার ভারতীয় আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন বলেছেন, "আগামী ৩-৫ দিনের মধ্যে, উত্তর-পূর্ব ভারতে প্রধানত মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুরে অত্যন্ত ভারী বৃষ্টিপাত (২০ সেন্টিমিটারের উপরে) প্রত্যাশিত।

একইসঙ্গে তিনি জানান, উত্তর ভারতে তাপপ্রবাহের অবস্থা বজায় থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে ... মধ্যপ্রদেশের জন্য একটি বজ্রবিদ্যুৎ সম্পর্কিত কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ সোমা সেন জানান, ১৮ অথবা ১৯ জুন থেকে বিহার এবং ঝাড়খণ্ডে পশ্চিমী ঝঞ্জা প্রত্যাশিত... আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিমী বাতাস ১৮ অথবা ১৯ জুন থেকে পঞ্জাব এবং হরিয়ানায় কিছুটা আর্দ্রতা এবং সংশ্লিষ্ট স্বস্তি আনতে পারে।

You might also like!