দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আমির খানের পরে ধুম ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন দক্ষিণী তারকা সূরিয়া, জোর খবর বলিপাড়ায় । ছবির আগের তিন কিস্তি কমবেশি আলোচিত হয়েছে, তাই হিন্দি সিনেমার ভক্তদের অপেক্ষা চতুর্থ কিস্তির। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে নায়ক নন, বরং দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকেন খলনায়ক। এবার ‘ধুম ৪’-এর খলনায়ক নিয়ে নতুন তথ্য জানা গেল। জানা গেছে, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন দক্ষিণি তারকা সুরিয়া। বেশ কয়েক মাস ধরেই নাকি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে এই ছবি নিয়ে কথা চলছে দক্ষিণি তারকার।
ছবির খলনায়ক হওয়ার প্রস্তাব গেছে তাঁর কাছে। ফ্র্যাঞ্চাইজিটির তুমুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিরিজের চার নম্বর ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছে যশরাজ।সূত্রের খবর, ‘ধুম ৪’ সিনেমার গল্প ও চিত্রনাট্য নিয়ে কোমর বেঁধে লেগে পড়েছেন অয়ন মুখোপাধ্যায়, শ্রীধর রাঘবন, বিজয় কৃষ্ণ আচার্য ও আদিত্য চোপড়া। যদিও প্রযোজনা সংস্থা যশরাজ এ বিষয়ে মুখ খুলতে চায়নি।২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ধুম ৩’ সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল আমির খানকে।