জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর : দীর্ঘদিন বন্ধ থাকার পর এন.বি.এস.টি.সি-র জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু হল প্যাকেজ ট্যুর। ‘সবুজের পথে হাতছানি’ নামে এই ট্যুরে শনিবার সকালে রওনা হলেন ২০ জন পর্যটক। জলপাইগুড়ি থেকে বোদাগঞ্জ, গজলডোবা, ওদলাবাড়ি, ডামডিম হয়ে বাসটি যাবে লাভা। সেখান থেকে ডেলো ঘুরে আবার লাভাতে এসে রাত্রিবাস। আগামীকাল রিশপ, সাঙ্গেখোলা হয়ে জলপাইগুড়িতে ফেরত। খাওয়া দাওয়া, থাকা পিছু জনপ্রতি খরচ ধরা হয়েছে, আড়াই হাজার টাকা। এনবিএসটিসির ডিপো ইনচার্জ দীপক রাহা জানিয়েছেন, গত মার্চ মাসের পর এই প্রথম প্যাকেজ ট্যুর আবার শুরু করা হল। এই প্যাকেজ ট্যুর শুরু হওয়ায় পর্যটকরাও খুশি।