International

2 days ago

Emmanuel Macron:ফ্রান্সে পিছিয়ে ম্যাক্রোঁর দল, নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থীরা

Emmanuel Macron
Emmanuel Macron

 

প্যারিস, ১ জুলাই  : রবিবার ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে প্রথম দফার সংসদীয় নির্বাচন। এই নির্বাচনের পর বুথফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে মারিন লি পেনের ন্যাশনাল র‌্যালি পার্টি। সমীক্ষায় হতাশাজনক ফল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী এনসেম্বল অ্যালায়েন্স–এর। তবে আগামী ৭ জুলাই রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। সেদিনই প্রকাশ্যে আসবে চূড়ান্ত ফলাফল।

গত মাসের ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলাফলের পরই সংসদ ভেঙে দেন ম্যাক্রোঁ। সেসময় আগাম নির্বাচনের ঘোষণা করেছিলেন তিনি। বেশ কয়েকটি সমীক্ষায় আভাস পাওয়া গিয়েছিল যে এবারে ক্ষমতায় আসতে চলেছে লি পেনের ডানপন্থী দল। ফ্রান্সের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। তবে দ্বিতীয় দফার নির্বাচনে ন্যাশনাল র‌্যালি পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না তা এখনও স্পষ্ট নয়।


You might also like!