kolkata

3 months ago

Aadhaar cancellation:কাদের আধার বাতিল? হাইকোর্টে হলফনামা দিয়ে বিশদে জানাল কেন্দ্র

Center filed an affidavit in the High Court about the Aadhaar card
Center filed an affidavit in the High Court about the Aadhaar card

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভোটের আগে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া সহ একাধিক জেলায় বহু মানুষ আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ তোলেন। যার ফলে রেশন সহ ব্যাঙ্কের কাজেও তাঁদের সমস্যায় পড়তে হয়। যদিও ইউআইডিএআই বিবৃতি জারি করে জানায় যে কোনও আধার নম্বর বাতিল করা হচ্ছে না। আধার ইস্যুতে রাজ্যে শাসক-বিরোধীদের মধ্যেও জলঘোলা কম হয়নি। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আর এবার আধার কার্ড কাদের বাতিল হচ্ছে তা নিয়ে হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার।

হলফনামায় কেন্দ্র জানিয়েছে, দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু আধার কার্ড বাতিল করা হচ্ছে। যে সব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না এবং নথি ছাড়া বেআইনিভাবে এ দেশে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের জন্যও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে আরও জানানো হয়, প্রাথমিক ভাবে আধার ডেটাবেস থেকেই শনাক্ত করার কাজ করা হচ্ছে। যারা বেআইনি ভাবে আছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও করা হচ্ছে। একইসঙ্গে, জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছে তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ।

অভিযোগ, বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। যা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল জয়েন্ট ফোরাম এগেইনস্ট এনআরসি নামে একটি সংগঠন। আদালতে সংগঠনের দাবি, পশ্চিমবঙ্গে প্রচুর আধার কার্ড অচল করে দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মন্ত্রালয় থেকে বলা হচ্ছে এটা নিষ্ক্রিয় নয়, আসলে কোনও ‘এরর’ হওয়ার কারণে এমন হচ্ছে। মামলাকারীর আর্জি, যাদের কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের অবিলম্বে বিষয়টি জানানো হোক।


You might also like!